Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাইজেরিয়ায় চার্চে বন্দুক হামলা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২২, ১২:৩০ এএম


নাইজেরিয়ায় চার্চে বন্দুক হামলা, বহু হতাহত

নাইজেরিয়ায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার (৫ জুন) দেশটির ওন্ডো রাজ্যের একটি ক্যাথলিক গির্জায় সাপ্তাহিক প্রার্থনায় সমবেতদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার পার্লামেন্টের আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় প্রার্থনাকারীদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামিও বন্দুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন।


ইএফ
 

Link copied!