Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে কোনো তাড়াহুড়ো নয়: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২২, ১২:৪৫ এএম


ইউক্রেনকে ইইউ’র সদস্য করতে কোনো তাড়াহুড়ো নয়: ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য জোটের মধ্যে ঐকমত্য থাকলেও খুব দ্রুত সদস্যপদ পাওয়ার বিষয়ে কিয়েভের আশা করা উচিত হবে না। একথা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্লেমেন্ত বিউন।

বুধবার (২২ জুন) ইউরোপ ওয়ান রেডিওর এক অনুষ্ঠানে বিউন বলেন, ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার বিষয়ে সবাই একমত হয়েছে যে, দেশটি এই জোটের সদস্য হওয়ার যোগ্যতা রাখে। বিষয়টি বৃহস্পতি ও শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, “এটি দীর্ঘ প্রক্রিয়া, ইউক্রেন আগামীকাল সকালেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে যাবে না। এ বিষয়ে তাকে বিশেষ কোনো সুবিধা বা ছাড় দেয়া হবে না, এ নিয়ে কোনো তাড়াহুড়োও করা হবে না।”

ফ্রান্সের এ মন্ত্রী বলেন, তার দেশ ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি সমর্থন করবে কিনা তা নির্ধারিত হবে ফ্রান্সের জাতীয় সংসদে। ক্লেমেন্ত বিউন বলেন, যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় তাদেরকে কঠিন শর্ত পূরণ করতে হবে। সেসব দেশকে আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, গণমাধ্যমের স্বাধীনতা এবং অর্থনীতির একটি পর্যায় রক্ষা করতে হয়।

ইএফ

Link copied!