Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ক্যানসারের নামে ৪৪ লাখ টাকা হাতিয়ে ফুর্তিবাজি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২২, ১২:৫৬ পিএম


ক্যানসারের নামে ৪৪ লাখ টাকা হাতিয়ে ফুর্তিবাজি

ক্যানসারে আক্রান্ত হওয়ার মিথ্যা প্রচারণা চালিয়ে অনলাইনে তহবিল সংগ্রহের ওয়েবসাইট ‌‌‌‍‘গো ফান্ড মি’ তে পেইজ চালু করেছিলেন ৪৪ বছর বয়সী এক ব্রিটিশ নারী। ইংল্যান্ডের কেন্টের ব্রডস্টেয়ার্সের বাসিন্দা ওই নারীর নাম নিকোল এলকাব্বাস। 

সম্প্রতি নিকোল এলকাব্বাস নামে ৪৪ বছরের এক মহিলা ‘ক্রাউডসোর্সিং’ ওয়েবসাইটে নিজের ভুয়ো অ্যাকাউন্ট খোলেন। সেখানে নিকোল জানান, তিনি ডিম্বাশয়ের ক্যানসারে আক্রন্ত এবং চিকিৎসা করাতে তাকে স্পেনে যেতে হবে। 

শারীরিক অসুস্থতার ভান করে ‘গো ফান্ড মি’ নামক ওয়েবসাইট থেকে ৪৪ লাখ টাকা আদায় করেন সেই মহিলা। তার চিকিৎসার জন্য প্রায় ৭০০ জন তাকে আর্থিক সাহায্য করেন। তবে পরবর্তীতে জানা যায়, সেই টাকা নিয়ে তিনি বিদেশে ঘুরতে গিয়েছেন, জুয়া খেলেছেন, এমনকি, কেনাকাটাও করেছেন!

‘গো ফান্ড মি’ সংস্থার তরফে মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। 

আদালতে ওই মহিলা জানান, ইতিমধ্যেই নাকি তার তিনবার অস্ত্রোপচার হয়েছে, তার কেমোথেরাপিও শুরু হয়েছে। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে পুরো ঘটনাটিই সাজানো। নিকোল এলকাব্বাস নামে কোনও মহিলাই সম্প্রতি ক্যানসারের চিকিৎসার জন্য স্পেনের কোনও হাসপাতালে ভর্তি হননি।

নিকোল আদালতে দোষী প্রমাণিত হয়েছেন। আদালত তাকে ২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।


আমারসংবাদ/টি এইচ
 

Link copied!