Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রুশ বাহিনী বিরতিহীন হামলা চালাচ্ছে: জেলেনস্কি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৬, ২০২২, ০৩:৩২ পিএম


রুশ বাহিনী বিরতিহীন হামলা চালাচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে বিরতিহীন সামরিক অভিযান পরিচালনা করছে। 

মঙ্গলবার (৫ জুলাই) রাতে দেওয়া ভাষণে একথা জানান ইউক্রেন প্রেসিডেন্ট। এদিন রাতে প্রায় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা বেজেছে। 

ভলোদিমির জেলেনস্কি রুশ হামলা মোকাবিলায় কিয়েভকে আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, পশ্চিম ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চল, দিনিপ্রোপেত্রোভস্কের কেন্দ্রীয় অঞ্চল, সুমির সীমান্ত অঞ্চল এবং কৃষ্ণ সাগরের বন্দর শহর মিকোলাইভ ও অঞ্চলে হামলা চালানো হয়েছে।

তার ভাষায়, কিছু রুশ ক্ষেপণাস্ত্র আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এবং পর্যাপ্ত পরিমাণে ইউক্রেনের জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা পেতে আমাদের কূটনৈতিক তৎপরতা এক দিনের জন্যও আমরা কম করিনি এবং কমাব না। সূত্র: আল-জাজিরা

এবি

Link copied!