Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ১২:৫৪ পিএম


শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
ছবি-রয়টার্স

শ্রীলঙ্কায় গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কলম্বো ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। একই সঙ্গে পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
 
বুধবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বাগে বলেছেন, 'যেহেতু প্রেসিডেন্ট দেশের বাইরে তাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছে।'

এদিকে, ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার রাতের আঁধারে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার ভোর রাত তিনটায় তিনি মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি।

আমারসংবাদ/এআই 

Link copied!