Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

চুক্তি বাতিল

ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০১:১১ পিএম


ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। মাস্ক শুক্রবার তার প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরে এ মামলা করা হলো। বুধবার (১৩ জুলাই) এ তথ্য জানায় বিবিসি।

মাস্কের অভিযোগ, ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে তথ্য দেয়নি টুইটার।

প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে এ মামলা করে টুইটার কর্তৃপক্ষ। এই মামলায় টুইটার কেনার চুক্তি বাস্তবায়ন করতে ইলন মাস্ককে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, ব্যক্তিগত স্বার্থ পূরণ না হওয়ায় মাস্ক টুইটার এবং এর স্টকহোল্ডারদের প্রতি করা তার চুক্তি বাতিল করেছেন।

এতে আরও বলা হয়, টুইটারের মত একটি প্লাটফরম কেনার চুক্তি সাক্ষরিত হবার পরে ইলন মাস্ক কিভাবে তার মন পরিবর্তন করতে পারে।

মাস্ক মনে করেন যে, ডেলাওয়্যার চুক্তি আইন সাপেক্ষে টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে, এর কার্যকারিতা ব্যাহত করে স্টকহোল্ডারদের মূল্য নষ্ট করে তিনি চলে যাবেন।

মামলাটিতে আরও উল্লেখ করা হয়, টুইটার এবং এর ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে মাস্ক একটি 'দীর্ঘ চুক্তি লঙ্ঘন' করেছে।

টুইটারের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন। এ ছাড়াও, টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর শুক্রবার এক টুইট বার্তায় জানান, টুইটার বোর্ড নিয়ম অনুযায়ী মাস্কের এমন সিদ্ধান্ত মেনে নিবে। তবে এ বিষয়ে তারা আইনি প্রক্রিয়ায় হাটার ঘোষণা দিয়েছে। 

চুক্তিপত্র অনুযায়ী টুইটার কেনার সিদ্ধান্ত থেকে মাস্ক বেরিয়ে গেলেও জরিমানা স্বরূপ টুইটারকে এক বিলিয়ন ডলার অর্থ পরিশোধ করতে হবে। 


আমারসংবাদ/টিএইচ

Link copied!