Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জুনে আমেরিকার মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৯:৩২ পিএম


জুনে আমেরিকার মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে

৪০ বছরের মধ্যে গত জুন মাসে আমেরিকার মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ছিল। এর ফলে দেশটির বিভিন্ন ক্ষেত্রে পণ্যমূল্য অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে। এতে দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে। 

আমেরিকার ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুসারে, আমেরিকায় ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি শতকরা ৯.১ ভাগ বেড়েছে। এটি গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির ঘটনা। এর আগে গত মে মাসে পণ্য মূল্য বেড়েছিল শতকরা ৮.৬ ভাগ।

অর্থনীতিবিদদের ধারণা ছিল- মূল্যস্ফীতি সর্বোচ্চ ৮.৮ ভাগ বাড়তে পারে কিন্তু তাদের সে ধারণা বদলে দিয়ে মূল্যস্ফীতির মাত্রা দাঁড়িয়েছে ৯.১ ভাগে। মে থেকে জুন মাসের মধ্যে পণ্য মূল্য শতকরা ১.৩ ভাগ বেড়েছে।

১৯৮১ সালের নভেম্বর মাসে সর্বশেষ আমেরিকার মুদ্রাস্ফীতি শতকরা নয় ভাগে দাঁড়িয়েছিল।

আমেরিকায় বর্তমানে যে মুদ্রাস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী হয়েছে তার মূলে রয়েছে জ্বালানি তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি। আমেরিকায় গত এক বছরের মধ্যে জ্বালানির দাম বেড়েছে শতকরা ৬০ ভাগ। গত মাসে দেশটিতে গড়ে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হয়েছে পাঁচ ডলারে। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!