Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

আমেরিকাও অনেক ভুল করেছে: বাইডেনকে বিন সালমানের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৯:৩৮ পিএম


আমেরিকাও অনেক ভুল করেছে: বাইডেনকে বিন সালমানের কটাক্ষ

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে বলেছেন, আমেরিকাও ইরাক যুদ্ধের মতো অনেক ভুল করেছে। শুক্রবার (১৫ জুলাই) জেদ্দায় বিন সালমানের সঙ্গে সাক্ষাতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সরাসরি যুবরাজকে দায়ী করেন বাইডেন। এর জবাবে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আমেরিকাকে কাঠগড়ায় দাড় করান বিন সালমান।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। ২০২১ সালের শুরুতে ক্ষমতা গ্রহণ করার পর জো বাইডেন একাধিকার ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজের সমালোচনা করেন।

শুক্রবারের জেদ্দা বৈঠক সম্পর্কে একজন সৌদি কর্মকর্তা সাংবাদিকদের জানান, মোহাম্মাদ বিন সালমান জো বাইডেনকে বলেছেন, সৌদি আরব জামাল খাশোগি হত্যাকাণ্ডের মতো ভুল প্রতিহত করার লক্ষ্যে ঘাতকদের শাস্তি দেয়াসহ নানা পদক্ষেপ নিয়েছে। তবে আমেরিকাও অনেক ভুল করেছে যার মধ্যে ইরাক আগ্রাসন ছিল অন্যতম।

আবু গারিব বন্দিশিবিরে ইরাকি বন্দিদের ওপর মার্কিন সেনাদের অকথ্য নির্যাতন (ফাইল ছবি)
২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায় মার্কিন সরকার। দেশটিতে মার্কিন সেনারা অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করে এবং কোনো অভিযোগ ছাড়া বহু মানুষকে আবুগারিব বন্দিশিবিরসহ বিভিন্ন কারাগারে আটকে রেখে তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালায়।

ওই সৌদি কর্মকর্তা যুবরাজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আরো বলেন, মোহাম্মাদ বিন সালমান জো বাইডেনকে বলেছেন, একটি দেশের কিছু মূল্যবোধ বলপ্রয়োগের মাধ্যমে অন্যান্য দেশে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা উল্টো ফল দেবে। শুক্রবারের জেদ্দা বৈঠকে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যা এবং ইরাকের আবু গারিব বন্দিশিবির প্রসঙ্গও তোলেন সৌদি যুবরাজ। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!