Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাপানে বিপন্ন প্রজাতির ৩০টি মৃত কচ্ছপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০১:৫১ পিএম


জাপানে বিপন্ন প্রজাতির ৩০টি মৃত কচ্ছপ উদ্ধার

জাপানের একটি প্রত্যন্ত দ্বীপের সৈকতে অন্তত ৩০টি বিপন্ন প্রজাতির সবুজ সামুদ্রিক কচ্ছপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাদের অধিকাংশের অনেকের গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

কুমেজিনা দ্বীপের স্থানীয় বাসিন্দারা গত বৃহস্পতিবার ভাটার পর এসব কচ্ছপ খুঁজে পান।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য মাইনিচি জানায়, একজন মাছ ধরার জেলে জাল থেকে কচ্ছপ অপসারণের জন্য তাদের আঘাতের কথা স্বীকার করেছে। পুলিশ নিষ্ঠুর এ কর্মকাণ্ডের তদন্ত করছে।

ওই প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে ঘনিষ্ঠ একটি সূত্রকে জানিয়েছে, ‘আমি জাল থেকে কিছু কচ্ছপ অপসারণ করেছি এবং তাদের সাগরে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি বড় কচ্ছপগুলোকে অপসারণ করতে পারছিলাম না বলে সেগুলোকে ছুরিকাঘাত করতে বাধ্য হয়েছি।’

জাপান সরকার এবং গ্লোবাল কনজারভেশন গ্রুপ সবুজ সামুদ্রিক কচ্ছপকে বিপন্ন প্রজাতির হিসেবে তালিকাভুক্ত করেছে।

কচ্ছপগুলো উদ্ধারের পর দ্বীপের সামুদ্রিক কচ্ছপ জাদুঘরের সামুদ্রিক জীববিজ্ঞানী এবং অন্যান্য কর্মীরা ওই সৈকতে যান। যদিও এ সময় অধিকাংশ কচ্ছপ মারা গেছে। এদের অধিকাংশের ঘাড়ে ছুরির আঘাত ছিল এবং কিছু অঙ্গ কেটে ফেলা হয়েছিল।

জাদুঘরের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম আশাহি শিমবুনকে বলেন, আমি এ ধরনের কিছু এর আগে দেখিনি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!