Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাবা-মায়ের সামনেই শিশুকে হত্যা করল বানর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০৪:৩৫ পিএম


বাবা-মায়ের সামনেই শিশুকে হত্যা করল বানর

ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে বাড়ির তিনতলার ছাদ থেকে বাবা-মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে চার মাসের এক শিশুকে ফেলে হত্যা করেছে বানর।

জানা গেছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। খবর এনডিটিভির।

নির্দেশ উপাধ্যায় গত শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। এসময় এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা।

বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

তখনই শিশুটি তার হাত থেকে পড়ে যায়। শিশুটির বাবা তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তার পর ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বারেলির বন কর্মকর্তা ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। বন দপ্তরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!