Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানবজাতি সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে : আন্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৪:৩৩ পিএম


মানবজাতি সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে : আন্তোনিও গুতেরেস

জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। এর কারণে মানবজাতি ক্রমশ সম্মিলিত আত্মহত্যার পথে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, মানবজাতির অর্ধেকই এখন বন্যা, খরা, ভয়াবহ ঝড় আর দাবানলের মধ্যে রয়েছে। কোনো দেশই এসব থেকে মুক্ত নয়। তা সত্ত্বেও আমাদের জীবাশ্ম জ্বালানির ক্ষুধার নেশা যায় না।

সোমবার (১৮ জুলাই) জার্মানির বার্লিনে চলমান পিটার্সবার্গ জলবায়ু সংলাপে একথা বলেন তিনি। বার্লিনে আয়োজন করা হয়েছে ৪০ দেশের সমন্বয়ে জলবায়ু সম্মেলন।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের সামনে দুটি বিকল্প থেকে একটি পছন্দ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে হয় একযোগে উদ্যোগ নিতে হবে, নয়তো একযোগে আত্মহত্যা করতে হবে।’

বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ও বহুজাতিক ব্যাংকগুলোর সমালোচনা করেন গুতেরেস। 

তিনি বলেন, এসব প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন রোধে লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি কার্যকর নয়। জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ সরবরাহে এসব প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

এছাড়া তিনি দেশগুলোকে কার্বন নিঃসরণ হ্রাসের আহ্বান জানান। তিনি বলেন, কয়লাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তির উৎস খুঁজে পরিবেশ বান্ধব জ্বালানির দিকে আগাতে হবে। 

ধনী দেশগুলোকে অবশ্যই দরিদ্র দেশগুলোকে সাহায্য পাঠানোর নিশ্চয়তা দিতে হবে। জাতিসংঘের মহাসচিব বলেন, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্য আমেরিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোর মানুষেরা উন্নত দেশের তুলনায় ১৫ গুণ বেশি ঝুঁকিতে রয়েছে। এটি একটি ভয়াবহ বৈষম্য। 

এবি

Link copied!