Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

জম্মু-কাশ্মীরে ২০২১ সালে নিরাপত্তা বাহিনীর ৪২ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২২, ১০:০২ পিএম


জম্মু-কাশ্মীরে ২০২১ সালে নিরাপত্তা বাহিনীর ৪২ জওয়ান নিহত

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী ঘটনা কমেছে বলে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে। সরকার বলছে, ২০২১ সালে ২২৯ টি সন্ত্রাসী ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৪২ জওয়ান নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন।

সংসদের নিম্নকক্ষ লোকসভায় এ গণেশমূর্তি-এর এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ওই তথ্য দিয়েছেন। সংসদ সদস্য এ গণেশমূর্তি প্রশ্ন করেন,  ‘এটা কী সত্যি যে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে? এবং ঘটনা বৃদ্ধির বিষয়ে কোনো বিশ্লেষণ করা হয়েছে কী না?’    

এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন,  ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ‘সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অধীনে কাজ করছে, যা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা হ্রাস করেছে এবং উপত্যকাকে আগের চেয়ে নিরাপদ করেছে।’ 

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভারত সরকার আইনি কাঠামোকে শক্তিশালী করা, গোয়েন্দা ব্যবস্থাকে সুগম করা, সন্ত্রাস সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারের জন্য একটি জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গঠন, পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ এবং রাজ্য পুলিশ বাহিনীর সক্ষমতা উন্নত করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে।’    

লোকসভায় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দেওয়া তথ্যে প্রকাশ, ২০২০ সালে, জম্মু-কাশ্মীরে ২৪৪টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে যাতে ৬২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে জম্মু-কাশ্মীরে ৩৭ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং ১১২ জন আহত হয়েছে। ২০২১ সালে জম্মু-কাশ্মীরে ২২৯টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে যাতে ৪২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। এই সময়ের মধ্যে জম্মু-কাশ্মীরে ৪১ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং ৭৫ জন আহত হয়েছে।  

প্রসঙ্গত, ২০১৮ সালে ৪১৭ টি সন্ত্রাসী হামলা হয়েছিল এবং এই সংখ্যা ২০২১ সালে ২২৯-এ নেমে এসেছে। ২০১৯ সালে ২৫৫ টি এবং ২০২০ সালে ২৪৪ টি সন্ত্রাসী হামলা হয়েছিল।   

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার কাশ্মীর উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে একটি শক্তিশালী গোয়েন্দা ও নিরাপত্তা গ্রিড, সন্ত্রাসীদের বিরুদ্ধে সক্রিয় অভিযান এবং রাতে নিবিড় টহল। রাই আরও জানান, জম্মু-কাশ্মীরে শিল্প উন্নয়নের জন্য ২৮,৪০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে যাতে ৪.৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!