Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতে শূকরের দেহে সোয়াইন ফ্লু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২২, ২০২২, ০২:০৯ পিএম


ভারতে শূকরের দেহে সোয়াইন ফ্লু শনাক্ত

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাদ জেলার মানানথাবাদিতে দুটি খামারে শূকরের শরীরে সোয়াইন ফ্লু ধরা পড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভোপালের ন্যাশনাল ইন্সটিটিউট অব হাই সিকিউরিটি এনিমেল ডিজিসেস শূকরের নমুনা পরীক্ষা করে দুটি খামারে সোয়াইন ফ্লু সংক্রমণের প্রমাণ পেয়েছে।

এনিমেল হাজবেন্ডারি বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, দলের একটি শূকর অস্বাভাবিকভাবে মারা যাওয়ার পর নমুনা পাঠানো হয়েছিল।

সেই নমুনা পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়ে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, এখন পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে- ওই খামারে সোয়াইন ফ্লু ছড়িয়েছে। দ্বিতীয় আরেকটি খামারে ৩০০ শূকর মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রোগ যেন ছড়িয়ে যেতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!