আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৪, ২০২২, ০৩:১৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৪, ২০২২, ০৩:১৬ পিএম
অধিকৃত পশ্চিম তীরে স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। তথ্যটি ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি শহর নাবলুসে একটি বাড়িতে সংঘর্ষে ২ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
ইসরায়েলি পুলিশ জানায়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এক ওয়ান্টেড সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে গ্রেপ্তার অভিযান চালানোর সময় বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সেসময় বাড়ির ভেতরে এবং ছাদে ফিলিস্তিনিদের পরাস্ত না করা পর্যন্ত গোলাগুলি অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী।
হুসেইন আল-শেখ নামের সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা টুইটারে জানান, নাবলুসের পুরানো শহরে দখলদার বাহিনীর দ্বারা সংঘটিত আরেকটি অপরাধ, যেখানে শহীদ হয়েছেন এবং অনেক আহত হয়েছেন। আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিক্রিয়ার জন্য পেশাকে দায়ী করি।
নিহতরা হলেন মোহাম্মদ আজিজি (২৫) এবং আবদুল রহমান জামাল সুলাইমান সোবহ (২৮)। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আমারসংবাদ/টিএইচ