Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ০১:২১ পিএম


যুক্তরাষ্ট্রে পার্কে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পার্কের একটি কার শোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।  রোববার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, পেক পার্কের দুই পক্ষের বিরোধ থেকেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সান পেড্রোর কমিউনিটিতে একটি অনানুষ্ঠানিক কার শো চলছিল। তখন গোলাগুলির ঘটনা ঘটেছে।

ফায়ার ডিপার্টমেন্ট মুখপাত্র ব্রায়ান হামফ্রে বলেন, চিকিৎসাকর্মীরা গুরুতর আহত অবস্থায় সাতজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। পরে দুজন মারা গেছেন। তবে গোলাগুলির কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কন্টেইনার পয়েন্ট অ্যাঞ্জেলেস পোর্টের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সান পেড্রো অবস্থিত। পুলিশ এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করেছে কিনা তা জানায়নি।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!