Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

১০০ দিন পর খুলল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতর

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৬, ২০২২, ১১:০৫ এএম


১০০ দিন পর খুলল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতর

কলম্বোতে চলমান বিক্ষোভের মধ্যেই টানা ১০০ দিন পর কাজ শুরু হয়েছে দেশটির প্রেসিডেন্টের সচিবালয়ে। 

কড়া সেনা নিরাপত্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের দফতরে সোমবার (২৫ জুলাই) কাজ শুরু হয় বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।

লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং দেশজোড়া অর্থনৈতিক সংকটের প্রতিবাদ গত মার্চ থেকে বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায়। গত ৯ এপ্রিল বিক্ষোভকারীরা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দফতর অবরোধ শুরু করেন। প্রায় একই সময় তৎকালীন প্রধানমন্ত্রী গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপক্ষের দফতরের সামনেও শুরু হয় বিক্ষোভ।

প্রবল জনবিক্ষোভের মুখে মে মাসের শেষ দিকে আত্মগোপন করেন মাহিন্দা। তার দফতর বিক্ষোভকারীদের দখলে চলে যায়। এরপর ৯ জুলাই গোতাবায়ার দফতরে ঢুকে পড়ে এক দল আন্দোলনকারী। এরপর তাকেও আর প্রকাশ্যে দেখা যায়নি। গত ১৩ জুলাই তিনি দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ, পরে সিঙ্গাপুরে যান।

অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গত শুক্রবার দায়িত্ব নিয়েছেন রনিল। শনিবার ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুণবর্ধনে। মাহিন্দার জায়গায় তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দফতরে কাজ শুরু করেছিলেন ইউএনপি দলের নেতা রনিল। এবার তার উদ্যোগে ১০০ দিন পরে খুলল প্রেসিডেন্টের সচিবালয়।


ইএফ

Link copied!