Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কানাডায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ১২:২৯ পিএম


কানাডায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার দেশটির বৃটিশ কলাম্বিয়া প্রদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক বন্দুকধারী রয়েছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

ঘটনার দিন ল্যাংলি শহর ও তার আসেপাশে বেশ কয়েকটি স্থানে গোলাগুলি চলে। মাঝরাতে এই গুলি শুরু হয়। এতে চার জনকে গুলি করে একজন বন্দুকধারী। ওই চার জনের দুই জন মারা গেছেন। বাকি দুজনের অবস্থাও গুরুতর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়, গুলি শুরু হওয়ার পর পুলিশ বন্দুকধারীকে পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

এ নিয়ে আঞ্চলিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) চিফ সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি বলেন, হামলাকারী একাই ছিলেন কি না, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্য কেউ এতে জড়িত ছিলেন না বলে চলমান তদন্তে ইঙ্গিত মিলেছে।

সার্জেন্ট ডেভিড লি বলেন, হতাহত ব্যক্তিরা গৃহহীন কি না, তিনি এখনো নিশ্চিত করতে পারছেন না। বন্দুকধারীর সঙ্গে আগে থেকে তাদের পরিচয় ছিল কি না, তা নিশ্চিত হতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। বন্দুকধারী ও হতাহত ব্যক্তিদের শনাক্ত করা গেছে, তবে পুলিশ তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

কেএস 

Link copied!