Amar Sangbad
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪,

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ১২:২৪ পিএম


ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রশিক্ষণকালীন উড্ডয়নের সময় রাজস্থানের বারমারে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার পর ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, দুই আসনের মিগ-২১ প্রশিক্ষণ বিমানটি সন্ধ্যায় রাজস্থানের উতরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত দুই পাইলটই মারা যান। তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

দুর্ঘটনার পর বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই বিমান সেনার মৃত্যুতে শোক জানিয়ে টুইটও করেছেন তিনি। এতে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী।

সোভিয়েত আমলের এক ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার ও গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান মিগ-২১। একসময় এসব যুদ্ধবিমানই ছিল ভারতীয় বিমানবাহিনীর মূল শক্তি। তবে এই যুদ্ধবিমানগুলোর নিরাপদ উড্ডয়নের ইতিহাস তেমন ভালো নয়।


আমারসংবাদ/টিএইচ

Link copied!