Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিলামে ১১ লাখ ডলারে হিটলারের ঘড়ি বিক্রয়

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০১:১৩ পিএম


নিলামে ১১ লাখ ডলারে হিটলারের ঘড়ি বিক্রয়

জার্মানির নাৎসী বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের ঘড়িটি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে।  যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে ঘড়িটি বিক্রি হয়।

হুবার টাইমপিসের ঘড়িটি অজ্ঞাত এক ব্যক্তি কিনেছেন। মেরিল্যান্ডের আলেকজান্ডার হিসটোরিকাল অকশনে ঘড়িটি বিক্রির আগে ইহুদি নেতারা তীব্র নিন্দা জানান।

আলেকজান্ডার ঐতিহাসিক নিলাম কর্তৃপক্ষ নিলামের আগে জার্মান সংবাদমাধ্যমকে জানায়, তাদের লক্ষ্য ইতিহাস সংরক্ষণ করা এবং বেশিরভাগ বিক্রি হওয়া আইটেম ব্যক্তিগত সংগ্রহে রাখা হয় বা হলোকাস্ট জাদুঘরে দান করা হয়।

হিটলার ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নেতৃত্বে ছিলেন। তিনি প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছিলেন। তাদের মধ্যে ইহুদি হওয়ার কারণে মারা পড়েছিল ৬০ লাখ মানুষ।

নিলামে বিক্রি হওয়া ঘড়িটির ব্যাপারে বলা হয়েছে, সম্ভবত ১৯৩৩ সালে হিটলারকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেটি। ওই সময় হিটলার চিলেন জার্মানির চ্যান্সেলর।
সূত্র: বিবিসি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!