জুলাই ৩০, ২০২২, ০২:৪৯ পিএম
ইরানে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যুর পর উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রমের প্রধান মেহদি ভালিপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুই দিনের বন্যায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ১৮টির ৪০০ শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, ২০ জন এখনও নিখোঁজ।
শনিবার (৩০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, শুক্রবার ভারী বৃষ্টির কারণে দেশটির ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যা দেখা দিয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে গেছে। অনেক শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের খুঁজতে কাজ করছে উদ্ধারকারীরা।
নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে দেশটির রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ এলাকায়। ওই এলাকায় আরও ৬ জন নিখোঁজ রয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, বন্যার কারণে বৃহস্পতিবার ইমামজাদে দাবুদ গ্রামে সৃষ্ট ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, ১৪ জন এখনও নিখোঁজ। ভূমিধসে একটি ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি হওয়ার কথাও জানিয়েছে তারা।
গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে হড়কা বানে ২২ জনের মৃত্যু হয়েছিল।
ইএফ