Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ক্লাসে শিস দেয়ায় ৭ ছাত্রের চুল কাটলেন প্রধান শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩১, ২০২২, ০৩:১০ পিএম


ক্লাসে শিস দেয়ায় ৭ ছাত্রের চুল কাটলেন প্রধান শিক্ষিকা

ক্লাসে শিস দেওয়ার অপরাধে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কাঁচি দিয়ে ৭ ছাত্রের মাথার চুল কাটার অভিযোগ উঠেছে। শিক্ষাঙ্গনে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত ছাত্ররা। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে। প্রধান শিক্ষিকার এই অমানবিকতায় সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণেশ্বরের আড়িয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণিতে ভৌতবিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দেয়ার ঘটনাটি ঘটে।

ওই ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন, তিনি জানতে চান কোন ছাত্র এই আওয়াজ করেছে? কোনো সুনির্দিষ্ট উত্তর না পেয়ে, সন্দেহবশত ৭ ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ঘরে নিয়ে যান।

প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারও জানতে চান যে, কোন ছাত্র ক্লাসে শিস দিয়েছে? তারপরই সন্দেহের বশে ওই ৭ জন ছাত্রের মাথার চুল প্রধান শিক্ষিকা নিজে হাতে কাঁচি দিয়ে কেটে দেন।

অভিভাবকরা বলছেন, কে ওই কাজ করেছে, তা না জেনেই শুধু সন্দেহের বশে এমন শাস্তি দেয়া ন্যক্কারজনক। 

তারা আরও বলেন, শাস্তি অনেক রকমের হতে পারে। কিন্তু এই ধরনের শাস্তি তারা মেনে নিতে পারছেন না। তাই প্রধান শিক্ষিকার শাস্তি দাবি করেছেন অভিভাবকরা।


আমারসংবাদ/টিএইচ

Link copied!