Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

পাকিস্তানে পুলিশ হেডকোয়ার্টারে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৫:৫২ পিএম


পাকিস্তানে পুলিশ হেডকোয়ার্টারে বিস্ফোরণ, নিহত ২

পাকিস্তানের বন্দরনগরী গার্ডেন অঞ্চলের পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বুধবার (৩ আগস্ট) এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে গোলাবারুদভাণ্ডারে এই বিস্ফোরণ ঘটে। এত দুই পুলিশ নিহত হয় এবং আরও দুইজন আহত হয়েছে।

নিহতের একজন হচ্ছে কনস্টেবল সাবির এবং শেহজাদ। এছাড়া আহত একজন হচ্ছে অস্ত্র ভাণ্ডারের ইনচার্জ ইনস্পেকটর সাঈদ। দেশটির পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত চলছে এবং বোমা নিস্ক্রিয় দলকে ডেকে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুসারে, পুলিশের কর্মকর্তারা বাইরে গ্রেনেড পরীক্ষার জন্য এর পিন খুললে এই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কেন অস্ত্র ভাণ্ডার থেকে বোমা বের করে আনা হয়েছে তার তদন্ত চলছে।


আমারসংবাদ/টিএইচ
 

Link copied!