Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৫, ২০২২, ০৬:৩১ পিএম


তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার সফরকে কেন্দ্র করেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। যা শুক্রবারও ( ৫ আগস্ট) দ্বিতীয় দিনের মতো চলছে 

শুক্রবার জাপানে এক সংবাদ সম্মেলনে পেলোসি এমন মন্তব্য করেন।  

পেলোসি অভিযোগ করে বলেন, চীন তাইওয়ানকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তবে তারা মার্কিন কর্মকর্তাদের সফর থামাতে পারবে না।  

বুধবার ( ৩ আগস্ট) তাইওয়ান সফরে যান পেলোসি। সেখানে তিনি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েনসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এতেই ক্ষুব্ধ হয়ে চীন সরকার।  

পেলোসির সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রেখেছিল চীন। তবে পেলোসি এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন।  

বৃহস্পতিবার ( ৪ আগস্ট) পেলোসির সফরের জেরে ২২টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় পাঠায় চীন। পাশাপাশি তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বেইজিং।  

১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। সূত্র: সিএনএন

এবি

Link copied!