Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ক্রোয়েশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ১২

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৬, ২০২২, ০৫:৩৮ পিএম


ক্রোয়েশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ১২

শনিবার ক্রোয়েশিয়ায় পোলিশ পর্যটক বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন যাত্রী।

ক্রোয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলেছেন, বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, যাত্রীরা সবাই প্রাপ্তবয়স্ক ও পোল্যান্ডের নাগরিক। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পর্যটকরা বসনিয়ার ক্যাথলিক মন্দির মেদজুগোর্জে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, তাদের বাসটি জাগরেবের উত্তর-পূর্বে জারেক বিসাস্কি থেকে পোডভোরেকের মধ্যবর্তি সড়ক থেকে ছিটকে পড়ে। প্রাথমিকভাবে ১১ জন নিহত হয়। পরে হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে জানান ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভর বোজিনোভিচ।

সাংবাদিকদের তিনি বলেন, “কয়েকজন আহত যাত্রী জীবনের জন্য লড়াই করছেন।”

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এক টুইটে তিনি জানান, জরুরি পরিষেবাগুলো তাদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডের দুই মন্ত্রী ক্রোয়েশিয়া সফর করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!