Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পিটিআই নেতা শাহবাজ ২ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ০১:১২ পিএম


পিটিআই নেতা শাহবাজ ২ দিনের রিমান্ডে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শাহবাজ গিলকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। জিও টিভি জানিয়েছে, বুধবার (১০ জুলাই) সকালে শাহবাজকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে মামলার শুনানি হয়। বিচারক ওমর সাব্বির পুলিশকে নির্দেশ দিয়েছেন, সামনের শুক্রবার শাহবাজ গিলকে আদালতে হাজির করতে।

বুধবার সকালে শুনারির সময় পিটিআই নেতার রিমান্ড দাবি করে পুলিশ। শাহবাজের রিমান্ড মঞ্জুর করার আগে দীর্ঘ সময় ধরে শুনানি চলে।

এর আগে সোমবার বিকেলে বানি গালা চক এলাকা থেকে শাহবাজকে গ্রেপ্তার করে পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ তিনি।  

শাহবাজের মোবাইল উদ্ধার করা দরকার বলে আদালতকে জানিয়েছে পুলিশ। কোহসার পুলিশ স্টেশনে অভিযোগের ভিত্তিতে শাহবাজ গিলকে আটক করা হয়েছে।

শাহবাজকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। পিটিআই চেয়ারম্যান বলেছেন, শাহবাজ গিলকে আটক করা হয়নি, অপহরণ করা হয়েছে। সূত্র: জিও টিভি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!