Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০৪:২০ পিএম


মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী নিজেরও নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাজধানী পোডগোরিকো থেকে ৩৬ কিলোমিটার দূরের সেটিনজেতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সন্দেহভাজন বন্দুকধারী মূলত পারিবারিক বিবাদে জড়িত ছিলেন। স্থানীয় তথ্যমতে, বন্দুকধারী আত্মহত্যার আগে আশপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান।

এই মর্মান্তিক ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, আমি মন্টিনিগ্রোর সব নাগরিককে নির্দোষ নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!