Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বের সর্বাধুনিক সমরাস্ত্র রাশিয়ার হাতে: পুতিন

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৬, ২০২২, ১০:২৯ এএম


বিশ্বের সর্বাধুনিক সমরাস্ত্র রাশিয়ার হাতে: পুতিন

বিশ্বের সর্বাধুনিক সমরাস্ত্র এখন রাশিয়ার হাতে বলে মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রযুক্তির দিক থেকে অন্য দেশগুলোর চেয়ে রুশ অস্ত্র ১০ বছর এগিয়ে আছে বলেও দাবি করেছেন পুতিন।

সোমবার সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন। খবর আনাদোলুর।

অনুষ্ঠানে পুতিন বলেন, আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও যোদ্ধাদের নিয়ে গর্ব করি। কারণ তারা দেশের জন্য বুক চেতিয়ে লড়ে যাচ্ছেন। তারা আমাদের স্বাধীনতার অতন্দ্র প্রহরী।

তাদের ওপর মাতৃভূমির সার্বভৌমত্বের দায়িত্ব দিয়ে জনগণ নিশ্চিন্তে আছেন।

পুতিন আরও বলেন, তারা ইউক্রেনের দোনবাসে তাদের ওপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। দোনেৎস্ক ও লুহানস্কের মানুষকে ইউক্রেনের স্বৈরশাসন থেকে মুক্ত করেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া।

এবি

Link copied!