Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউক্রেনের খাদ্যশস্য ভরা হচ্ছে আরও ১০ জাহাজে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৬, ২০২২, ০২:৩৩ পিএম


ইউক্রেনের খাদ্যশস্য ভরা হচ্ছে আরও ১০ জাহাজে

জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির পর এ পর্যন্ত দেশটির বিভিন্ন বন্দর থেকে ১৬টি জাহাজ বিভিন্ন দেশে শস্যবোঝাই করে নিয়ে গেছে।

ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ইউরি ভানকভ জানিয়েছেন, আরও ৬টি জাহাজে ইউক্রেনের খাদ্যশস্য বোঝাই করা হচ্ছে। খবর আনাদোলুর।

এ ছয়টিসহ আগস্টের মধ্যে সব মিলিয়ে আরও ১০টি জাহাজ ইউক্রেনের শস্যবোঝাই করে বিদেশে নিয়ে যাবে।

গত ২২ জুলাই রাশিয়ার সঙ্গে চুক্তির পর এ পর্যন্ত ৯টি দেশে ১৬টি জাহাজবোঝাই খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন।

খাদ্যশস্য ছাড়াও ওদেসা বন্দরে সোমবার রাতে একটি জাহাজে সাড়ে ৭ হাজার টন তেল বোঝাই করা হয়েছে।

গত দুই সপ্তাহে তুরস্কের নিরাপদ করিডর দিয়ে ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করেছে।

এবি

Link copied!