আগস্ট ১৭, ২০২২, ০২:২০ পিএম
উত্তর কোরিয়া বুধবার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মতে, গত মাসের প্রথম দিকের পরীক্ষার পর এটাই পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা।
বুধবার ইয়োনহাপ বার্তা সংস্থাকে দক্ষিণ কোরিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেন, বুধবার (১৭ আগস্ট) ভোরে আমরা উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়ংগান প্রদেশের ওনচন থেকে পশ্চিম দিকের সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনা শনাক্ত করেছি।’
উত্তর কোরিয়ার সর্বশেষ অস্ত্র পরীক্ষাটি ১০ জুলাই চালানো হয়েছিল। তখন দেশটি একাধিক রকেট নিক্ষেপ করে বলে মনে করা হয়েছিল। তারা শেষ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গত জানুয়ারিতে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লার মাপের মতো বিশদ তথ্য বিশ্লেষণ করছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত তাদের দীর্ঘদিনের বিলম্বিত লাইভ ফিল্ড প্রশিক্ষণের প্রস্তুতি হিসেবে চার দিনের প্রাথমিক যৌথ মহড়া শুরু করার একদিন পর উত্তর কোরিয়া এই উৎক্ষেপণ করল। সূত্র: আল জাজিরা
আমারসংবাদ/টিএইচ