Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জেলেনস্কি ও গুতেরেসের সঙ্গে বৈঠকে ইউক্রেনে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০৫:৪৯ পিএম


জেলেনস্কি ও গুতেরেসের সঙ্গে বৈঠকে ইউক্রেনে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেন সফরে তুরস্ক ছেড়েছেন। ইউক্রেনের লেভিভ শহরে তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবর অনুসারে, এরদোগান পোটকি প্রাসাদে জেলেনস্কির সঙ্গে তুরস্ক-ইউক্রেন সম্পর্কের সকল কৌশলপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন। এরপর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতে একটি ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রিপক্ষীয় সম্মেলনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাপ্তে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করবেন তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচনার ফলাফল জানানো হবে।

এবি

Link copied!