Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দক্ষিণের প্রস্তাব খারিজ উত্তর কোরিয়ার

ডয়চে ভেলে বাংলা

আগস্ট ১৯, ২০২২, ০৪:৫৬ পিএম


দক্ষিণের প্রস্তাব খারিজ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার প্রস্তাব ছিল, তারা আর্থিক সহায়তা করবে, বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়ে বলেছেন, এই প্রস্তাব হলো চূড়ান্ত অবাস্তব।

কিম ইয়ো জং বলেছেন, ‍‍`‍‍`দক্ষিণ কোরিয়া যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায় বলছে, তা লোকদেখানো। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক কুচকাওয়াজ করছে, মুখে সম্পর্ক উন্নতির কথা বলছে।‍‍`‍‍`

গত মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, সিউল বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে হাত মিলিয়ে একটি পরিকল্পনা বাস্তবায়িত করতে চায়। এর ফলে উত্তর কোরিয়ার অর্থনীতি ভালো হবে ও মানুষের জীবনধারণের মান বাড়বে।

গত বুধবার তার ১০০ দিন ক্ষমতায় থাকা উপলক্ষে প্রেসিডেন্ট বলেছেন, তিনি উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সাহায্য করতে চান। তবে পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে। তাদের কাছে থাকা অস্ত্র নষ্ট করে দিতে হবে।

কিন্তু কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কথা শুনে মনে হচ্ছে, তিনি সহজসরল, প্রায় বাচ্চাদের মতো কথা বলছেন। পরমাণু কর্মসূচি আমাদের গর্বের বিষয়, আমাদের আশা ও ভরসা।


আমারসংবাদ/টিএইচ

Link copied!