Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিচারপ্রক্রিয়া শেষে সু চির সঙ্গে আলোচনায় আগ্রহী জান্তাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২০, ২০২২, ০১:৪৪ পিএম


বিচারপ্রক্রিয়া শেষে সু চির সঙ্গে আলোচনায় আগ্রহী জান্তাপ্রধান

ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে বিচারপ্রক্রিয়া শেষে আলোচনায় বসতে রাজি হয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

শুক্রবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন জেনারেল মিন অং হ্লাইং। খবর এএফপির

এক বিবৃতিতে জান্তাপ্রধান বলেন, ‘আইন মেনে তার (সু চি) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মনোভাবের ওপর ভিত্তি করে আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করতে যাচ্ছি।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দি করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

এএফপি বলছে, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অভিযোগে অং সান সু চিকে এখন পর্যন্ত ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে সু চির বিরুদ্ধে আরও কয়েক দশকের কারাদণ্ড ঘোষণা করা হতে পারে। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে মানবাধিকার সংগঠনগুলো।

বাকি মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক সাজা হতে পারে গণতন্ত্রপন্থী এই নেত্রীর। সু চির বিরুদ্ধে চলমান মামলার শুনানিতে সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ।

এমনকি সাংবাদিকদের সঙ্গে সু চির আইনজীবীদের কথা বলার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সু চির বিরুদ্ধে পরিচালিত মামলাগুলোর শুনানি কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি জান্তা সরকার।


আমারসংবাদ/টিএইচ

Link copied!