Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২২, ২০২২, ০৯:৪৮ এএম


করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) তার দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এর আগের দিন শনিবার দেশটির প্রধানমন্ত্রীর সর্দি ও জ্বর দেখা দেয়। রোববার সকালে পিসিআর পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।

করোনায় আক্রান্ত হওয়ায় কিশিদাকে পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সম্প্রতি সপ্তাহখানেক ছুটিতে ছিলেন ফুমিও কিশিদা। 

বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২২ আগস্ট) থেকে তিনি বাসা থেকে কাজ করবেন।

জানা গেছে, তিনি ভার্চুয়ালি অংশ নেবেন টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট (টিআইসিএডি)-এর সম্মেলনে।

জুলাই থেকে আগস্টের মধ্যে দ্রুততম সময়ে করোনা সংক্রমণ কমিয়ে ব্যবসা-বাণিজ্যের ধারায় ফিরেত শুরু করেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপান। এমন সময় করোনায় আক্রান্ত হলেন দেশটির প্রধানমন্ত্রী। তবে জাপানে করোনায় মৃত্যুর হার অপেক্ষাকৃত কম।


আমারসংবাদ/টিএইচ

Link copied!