Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরিয়ার পূর্বাঞ্চলে আবার হামলা চালিয়েছে মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৫, ২০২২, ১১:০২ এএম


সিরিয়ার পূর্বাঞ্চলে আবার হামলা চালিয়েছে মার্কিন সেনারা

সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা আবার দেশটির পূর্বাঞ্চলের কিছু সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গত দু’দিনে এই নিয়ে দুইবার এ ধরনের হামলা চালাল মার্কিন সেনারা।

একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরান-প্রেস জানিয়েছে, সন্ত্রাসী মার্কিন সেনারা বুধবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর অব্স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এ সময় সিরিয়ার বিমান-বিধ্বংসী ব্যবস্থা মার্কিন যুদ্ধ বিমানগুলোকে প্রতিহত করার চেষ্টা চালায়।

কোনো কোনো সূত্র সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরের উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনী ও মার্কিন সেনাদের মধ্যে কামানের গোলা বিনিময়েরও খবর দিয়েছে। তবে এ সংঘর্ষে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। মার্কিন সেনারা মঙ্গলবার রাতেও দেইর আজ-জোর প্রদেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল।ইরান ওই হামলার তীব্র নিন্দা জানায়।

সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিতে সেখানে অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। দখলদার সেনারা সিরিয়ার তেল সম্পদ চুরি করার পাশাপাশি মাঝেমধ্যেই দেশটির সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে আসছে। সিরিয়া সরকার দেশটিতে মার্কিন সেনা উপস্থিতিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এসব সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

 

ইএফ

Link copied!