Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তিন দিনে দুবার তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করল গ্রিস

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৬, ২০২২, ০১:৪১ পিএম


তিন দিনে দুবার তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করল গ্রিস

তিন দিনের ব্যবধানে দুবার তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করেছে গ্রিসের বিমান।

ন্যাটোর দায়িত্ব পালনকালে ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধবিমানগুলোকে গ্রিসের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান বৃহস্পতিবারও তাড়া করেছে বলে জানায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এক আগে গত মঙ্গলবার প্রশিক্ষণ থেকে ফেরার পথে একটি তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করে গ্রিস।

তুরস্কের অভিযোগ, ন্যাটোর একটি মিশন থেকে বৃহস্পতিবার ফেরার পথে তুর্কি যুদ্ধবিমান ভূমধ্যসাগরে পূর্বাঞ্চলের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।

এ সময় হঠাৎ করে গ্রিসের কয়েকটি যুদ্ধবিমান উড়ে এসে আবারও তুর্কি ওই বিমানটিকে বাধা দেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। সূত্র: খবর আনাদোলু

এবি

Link copied!