Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২২, ০৩:০২ পিএম


কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি

ভারতের কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। কংগ্রেসের সকল পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। 

শুক্রবার (২৬ আগস্ট) সোনিয়া গান্ধীকে পদত্যাগপত্রে ক্ষোভ উগরে দিয়েছেন গুলাম।

পদত্যাগ পত্রে দলের হাইকমান্ড মূলত রাহুল গান্ধির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন গুলাম নবী আজাদ। লিখেছেন, ‘দেশের জন্য যা ভাল, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস’।

নিজের পাঁচ পাতার পদত্যাগপত্রে গুলাম নবি লিখেছেন, ‘গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন (রাহুল গান্ধি), তিনি একজন ‘অপরিণত’ ব্যক্তিত্ব।

কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরের প্রচার কমিটি এবং রাজনৈতিক বিষয়ক প্যানেল থেকে পদত্যাগ করেছেন গুলাম নবি আজাদ। ২০২০ সালের আগস্টে যে ২৩ জন নেতা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন আজাদ।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!