Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ভারতের গৌতম আদানি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২২, ১২:৪১ পিএম


বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ভারতের গৌতম আদানি

ভারতের সেরা ধনীদের তালিকায় আগেই ছিলেন। এবার বিশ্বের সেরা ধনকুবেরের তালিকায় প্রবেশ করলো বিজনেস কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

ব্লুমবার্গ বিলিয়েনিয়ার্স ইনডেক্স অনুযায়ী ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। একইসঙ্গে ধনীতম স্পোর্টস টিমের মালিকও।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্যমতে, এই প্রথম এশিয়ার কেউ শীর্ষ ধনীদের তালিকায় এতটা উপরে উঠে এলেন।

আমেরিকার এনবিএ লিগের টিমের মালিক স্টিভ ব্যালমারকেও পিছনে ফেলেছে আদানি গ্রুপ। রকেট গতিতে যখন আদানির উত্থান তখন স্বদেশী বিজনেস টাইকুন, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি নেমে গিয়েছেন ১১তম স্থানে।

প্রথম তিনে এলন মাস্ক ও জেফ বেজোসের সঙ্গে থাকা ৬০ বছরের গৌতম আদানি সম্পত্তির পরিমাণ ১৩৭.৪ বিলিয়ন ডলার। রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ৯১.৯ বিলিয়ন ডলার।

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি ও টাটা গ্রুপের পর আদানি গ্রুপ হল ভারতের তৃতীয় বিজনেস কনগ্লোমারেট। জ্বালানি, বন্দর, লজিস্টিক, খনি, এবং সম্পদ, গ্যাস, প্রতিরক্ষা, মহাকাশ এবং বিমানবন্দরে বিস্তৃত ব্যবসা তাদের। এছাড়াও ক্রীড়াক্ষেত্রেও ভাগ্য পরীক্ষা করেছে আদানি গ্রুপ।  

ব্লুমবার্গ জানায়, গৌতমের ভাগ্য বদলের শুরু মহামারীর শুরুর দিক থেকে। এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে যেসব ক্ষেত্রকে অধিক গুরুত্ব দিচ্ছেন গৌতম ওইসব ক্ষেত্রে বিনিয়োগ করছেন। কয়লা ব্যবসা থেকেও তার কোম্পানি ব্যাপক লাভ করছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি ভারতের জ্বালানি ও প্রযুক্তিখাতের বড় উদ্যোক্তা মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী হন। বিশ্বের কয়েকজন শীর্ষ ধনী তাদের সম্পদের এক শতাংশ দান করার ফলে গৌতম তালিকায় উপরের দিকে উঠে আসেন বলে জানায় সিএনএন।

এআই 

Link copied!