Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে সংলাপ চালু রাখতে আগ্রহী ম্যাঁক্রন

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:০৯ পিএম


ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে সংলাপ চালু রাখতে আগ্রহী ম্যাঁক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে সংলাপ চলমান রাখতে আগ্রহ প্রকাশ করে বলেছেন, মস্কোর সঙ্গে শুধুমাত্র তুরস্ক আলোচনা চালিয়ে যাবে, এমনটি হওয়া উচিত নয়।

বৃহস্পতির (১ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট বলেছেন এ আগ্রহের কথা প্রকাশ করেন।

ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোন। দীর্ঘ বিরতির পর গত ১৯ আগস্ট তারা সর্বশেষ টেলিফোনে কথা বলেন।

ম্যাঁক্রনের সঙ্গে ঝগড়াটে সম্পর্ক থাকা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ইতোমধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। এরদোয়ান পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।

এলিসি প্রাসাদে এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব শক্তির মধ্যে শুধু তুরস্ক রাশিয়ার সঙ্গে আলোচনা চলমান রাখবে  এটা কে চায়? এমন মিথ্যা নৈতিকতা প্রদান করা উচিত নয়, যা আমাদের শক্তিহীন রাখে। সূত্র: ফ্রান্স২৪

এবি

Link copied!