Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৫:৩৮ পিএম


আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ নিহত ১৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় তালেবানপন্থী একজন উচ্চপদস্থ ধর্মগুরুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তালেবানপন্থী ইমাম মুজিব রহমান আনসারী তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। 

এ সময় বিস্ফোরণে তিনি নিহত হন। তবে বিস্ফোরণে মোট কতজন হতাহত হয়েছেন তা জানাননি ওই মুখপাত্র।

এদিকে মেডিক্যাল সূত্রে বরাত দিয়ে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে ব্লমবার্গের খবরে বলা হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

চলতি বছরের জুনের শেষ দিকে মুজিব রহমান আনসারী আলেম ও প্রবীণদের একটি বিশাল সমাবেশে তালেবানের রক্ষায় জোরালোভাবে বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে তাদের বিরুদ্ধে দাঁড়ানো লোকদের নিন্দা করেছিলেন।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রতিশ্রুতি দিয়েছেন, বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। 

এক টুইটে তিনি বলেছেন, দেশের বলিষ্ঠ ও সাহসী এক ধর্মীয় পণ্ডিত নৃশংস হামলায় শহীদ হয়েছেন।

 

টিএইচ 

Link copied!