Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৬:১৩ পিএম


পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

ব্রিটেনকে ছাপিয়ে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। ব্রিটেনের অবস্থান এখন ষষ্ঠ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বিভিন্ন দেশের জিডিপির পরিসংখ্যানসহ প্রতিবেদন প্রকাশ করা হয়। সেগুলোই বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির ঠিক পরেই ভারত। ২০২১-এর শেষ তিন মাসের হিসাবে ব্রিটেনকে সরিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চমে উঠে এসেছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ সময়ে ব্রিটেনের অর্থনীতির আকার ছিল ৮১৬ বিলিয়ন ডলার। ত্রৈমাসিকের শেষ দিনে ডলারের বিনিময় হার ধরে হিসাবটি করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি বছরে ১৩ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যদিও দেশটির রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার পূর্বাভাস থেকে এ হিসাব কিছুটা কম। উন্নয়নশীল দেশের মধ্যে বৃদ্ধির হারে সর্বোচ্চ ছিল ভারত জিডিপি।

ভারতের অর্থনীতি এ বছর ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল ১১তম স্থানে। সেখান থেকে ভারত উঠে এল পঞ্চম স্থানে। সূত্র: ব্লুমবার্গ

এবি

Link copied!