Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

সোমালিয়ায় আল-শাবাবের হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৩৯ পিএম


সোমালিয়ায় আল-শাবাবের হামলা, নিহত ১৮

সোমালিয়ার মধ্য অঞ্চলে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে ত্রাণবাহী ট্রাকে রাতভর হামলা চালিয়ে অন্তত ১৮ বেসামরিক নাগরিককে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। 

এ সময় ট্রাকে থাকা খাদ্যও ধ্বংস হয়েছে বলে স্থানীয় বাসিন্দা এবং একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে।

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ হিরশাবেলের হিরান এলাকায় এই হামলা চালানো হয়। 
হিরানের বাসিন্দারা জানিয়েছেন, ট্রাকগুলোতে করে ব্যালাওয়েন শহর থেকে মাহাস শহরে খাবার নেওয়া হচ্ছিল।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সন্না জানিয়েছে, আল-শাবাব যোদ্ধারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাকগুলোতে থাকা ১৮ বেসামরিক নাগরিককে হত্যা করে।

স্থানীয় প্রবীণ বাসিন্দা ফারাহ আদেন বলেন, গত সপ্তাহে সশস্ত্র স্থানীয় বাসিন্দারা আক্রমণকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। তবে তাদের ফিরে আসা ঠেকাতে সরকারের পক্ষ থেকে কোনো সেনা পাঠানো হয়নি। 

আমরা যেন আত্মসমর্পণ করি সেইজন্য  আল-শাবাব এসব করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে আত্মসমর্পণ করবো না। 

গত মাসে আল শাবাব যোদ্ধারা মোগাদিশুর হায়াত হোটেলে হামলা চালিয়ে ২০ জনের বেশি লোককে হত্যা করেছে। সরকারি সৈন্যরা অবরোধ এবং মুক্ত জিম্মিদের অবসান ঘটাতে চেয়ে ৩০ ঘণ্টা যুদ্ধের সূত্রপাত করেছিল।

 

টিএইচ

Link copied!