সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:০৫ পিএম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
আল-আরাবিয়া ও খালিজ টাইমসের তথ্যমতে, ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে আঘাত হানে।
ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার।
উল্লেখ্য, চলতি বছরের জুনে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: আল আরাবিয়া, খালিজ টাইমস
এবি