Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুমারীত্ব পরীক্ষায় ব্যর্থ নববধূ, ১০ লাখ টাকার ক্ষতিপূরণ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০২:২৫ পিএম


কুমারীত্ব পরীক্ষায় ব্যর্থ নববধূ, ১০ লাখ টাকার ক্ষতিপূরণ
ছবি-প্রতীকী

২৪ বছরের নববধূকে ‍‍`কুমারীত্ব পরীক্ষা‍‍`র জন্য বাধ্য করা হলো। শুধু তা-ই নয়, তরুণী সেই পরীক্ষায় ব্যর্থ হলে গ্রামের খার পঞ্চায়েত তার বাপের বাড়িকে নির্দেশ দিয়েছে তাঁরা যেন মেয়েটির শ্বশুরবাড়ির লোককে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়।

এমনই অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানের ভিলওয়ারাতে।

পুলিশের এফআইআর-এ তরুণী অভিযোগ জানিয়েছেন, গত ১১ মে অর্থাৎ বিয়ের প্রথম দিনই তাঁকে ‍‍`কুমারীত্ব পরীক্ষা‍‍` করানো হয় জোর করে। পরীক্ষায় ‍‍`ব্যর্থ‍‍` হতেই নববধূর উপর অত্যাচার চালানো হয়।

এই ঘটনার পর ৩১ মে স্থানীয় মন্দিরে খাপ পঞ্চায়েত বসানো হয়। যেখানে তরুণীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় তাঁর স্বামীর পরিবারকে।

পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটি পুলিশকে জানিয়েছেন, বিয়ের বেশ কিছু আগে তাঁকে ধর্ষণ করে তাঁর এক প্রতিবেশী। সেই ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করা রয়েছে সুভাস নগর থানায়।

আপাতত মেয়েটির শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তরুণী পুলিশকে বলেন,  বিকেলে যে রীতি অনুষ্ঠিত হয়, তাতে আমি ব্যর্থ হওয়ার পর মধ্য রাত পর্যন্ত আলোচনা হয়। আমি ভয়ের চোটে কিছু বলতে পারিনি। তার পর আমায় মারধর করেন আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা।

মণ্ডল ডিএসপি সুরেন্দ্র কুমার বলেন, ‍‍`সমাজের অত্যন্ত খারাপ একটি প্রথা, কুকড়ি প্রথার শিকার এই নারী। সাঁসি গোষ্ঠীতে এই প্রথা দেখা যায়।

এআই 

Link copied!