Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আগামী সপ্তাহে উজবেকিস্তানে পুতিন-জিনপিংয়ের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৯:১৬ পিএম


আগামী সপ্তাহে উজবেকিস্তানে পুতিন-জিনপিংয়ের বৈঠক

আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তানে এক শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সম্মেলনে দুই নেতা দ্বিপাক্ষিক সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ডেনিসভ সাংবাদিকদের বলেন, দুই নেতা উজবেক শহর সমরকন্দে ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে মিলিত হবেন। 

তিনি বলেন, উজবেকিস্তান সফর আড়াই বছরের মধ্যে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

তবে এ ব্যাপারে চীনের তরফ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। উজবেকিস্তান সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার (৭ সেপ্টেম্বর) এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এ ব্যাপারে বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই।

এর আগে, গত ফেব্রুয়ারিতে বেইজিংয়ে অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠানে দুই নেতা সাক্ষাৎ করেন। এর কয়েক সপ্তাহ পরই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। সামরিক অভিযানের পর এবার প্রথম সাক্ষাৎ করবেন চীন ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট।

 

টিএইচ

Link copied!