Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ ছবি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ০৫:৪৮ পিএম


রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ ছবি

৭০ বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে প্রিয়জনদের সান্নিধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

সবচেয়ে বেশি সময় ব্রিটিশ রাজসিংহাসনে থাকার রেকর্ড নিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ তার বর্ণাঢ্য জীবনে সাক্ষী ছিলেন বহু ঐতিহাসিক ঘটনার। কেমন ছিল তার জীবনের শেষ ছবিটি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের শেষ ছবিতে রানিকে দেখা গেছে ব্যালমোরাল প্রাসাদে একটি ফায়ারপ্লেসের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে।

তার মৃত্যুর দুই দিন আগে মঙ্গলবার ছবিটি তোলা হয়েছিল। সেদিন তিনি আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাসকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ফটোগ্রাফার জেন বার্লো ছবিটি তুলেছিলেন।

রানির পরনে ছিল একটি প্লেইন স্কার্ট, ধূসর কার্ডিগান এবং ফ্যাকাশে নীল স্কার্ট। রাণী অসুস্থ থাকার কারণে ব্যাকিংহাম প্যালেসে না যেতে পারায় প্রতীকী অনুষ্ঠানটি স্কটিশ হাইল্যান্ডসের বালমোরাল রিট্রিটে অনুষ্ঠিত হয়েছিল।

এবি

Link copied!