Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে যা বললেন চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৭:৪২ পিএম


পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে যা বললেন চার্লস

ব্রিটেনের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো পার্লামেন্টে ভাষণ দিলেন তৃতীয় চার্লস। সোমবার (১২ সেপ্টেম্বর) ওয়েস্টমিনস্টার হলে নিজের দায়িত্ব নিয়ে কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘প্রিয় মামা’’ (রানি দ্বিতীয় এলিজাবেথ) আমাদের ছেড়ে চলে গেছেন। আগামী সপ্তাহে আমার মা-এর মরদেহ শায়িত করা হবে। আমাদের নিজেদের মূল্যবোধ টিকিয়ে রাখার পাশাপাশি আমাদের অবিচল থাকতে হবে।

চার্লস বলেন, দীর্ঘ সময় ধরে মানুষের কল্যাণে কাজ করে গেছেন তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ। ভাষণ দেওয়ার সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ক্যামিলা। 

ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, চার্লসের ভাষণ শেষ হতেই বাজানো হয় ব্রিটেনের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং।’

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) দিনের শেষভাগে স্কটিশ রাজধানী এডিনবরাজুড়ে রানির কফিন যাত্রার পর সেটি সেন্ট গিলেস ক্যাথেড্রালে নেওয়া হয়। সেখানেও রানিকে শ্রদ্ধা জানাতে হাজির হন হাজার হাজার মানুষ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, রাজা চার্লস কমনওয়েলথভুক্ত দেশ এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন শুক্রবার। 

এ ছাড়া রানির প্রতি শ্রদ্ধা জানাতে ১৮ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় দেশব্যাপী পালন করা হবে নীরবতা। ১০ দিনের শোক পালন শেষে ১৯ সেপ্টেম্বর হবে রানির অন্ত্যেষ্টিক্রিয়া।

 

টিএইচ

Link copied!