Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

ইউক্রেন ছাড়ল শস্যবোঝাই আরও ৭ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৪:২২ পিএম


ইউক্রেন ছাড়ল শস্যবোঝাই আরও ৭ জাহাজ

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের বন্দর থেকে আরও সাতটি জাহাজ শস্যবোঝাই করে ছেড়ে গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে এসব খাদ্যশস্য কোনো দেশে রপ্তানি হচ্ছে তা উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে।

সম্প্রতি রাশিয়া অভিযোগ করেছে, দরিদ্র দেশগুলোর কথা বলে চুক্তি করে ইউক্রেন এখন ধনী দেশগুলোতে খাদ্যশস্য রপ্তানি করছে।

উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই ইস্তানবুলে শস্য রপ্তানি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়।

এর পর থেকে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কের নির্দিষ্ট করিডর দিয়ে ইউক্রেন থেকে শস্যবোঝাই জাহাজ চলাচল শুরু করে।

গত ১ আগস্ট প্রথম শস্যবোঝাই জাহাজটি ইউক্রেনের বন্দর ত্যাগ করে। এ পর্যন্ত ১২০টি জাহাজে করে ইউক্রেন ২৫০ লাখ টন শস্য রপ্তানি করেছে। সূত্র: আনাদোলু

এবি

Link copied!