Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ১ ইসরাইলি সেনা নিহত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৬:৪২ পিএম


ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ১ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের ফাতাহ সংগঠন বলেছে, ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে আহমাদ আয়মান আবেদ (২৩) এবং আব্দুল রহমান হানি আবেদ (২২) দুই ফিলিস্তিনি নিহত হন। বুধবার (১৪ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিমতীরের জেনিন এবং নাবলুসে ইসরাইলি সৈন্যদের  রাত্রিকালীন অভিযানে নিরীহ ফিলিস্তিনিদের তারা হত্যা করেছে। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের সেনাবাহিনীর এক মেজর নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, জেনিনের কাছাকাছি গিলবোয়া সামরিক তল্লাশি চৌকি সংলগ্ন এলাকায় সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান পরিচালনার সময় সৈন্যদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।

এ সময় বার ফালাহ নামে ইসরাইলি সামরিক বাহিনীর এক মেজর প্রাণ হারায়। খবর আল-জাজিরার।

তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে জানা গেছে।

সম্প্রতি জেনিন ও নাবলুসে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন আরও সংগঠিত হচ্ছে এবং যোদ্ধাদের নতুন দল গঠিত হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের অভিযানে নিহত দুইজনসহ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা ১৪৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৯৭ জন অধিকৃত পশ্চিমতীরের এবং ৫১ জন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা।

এবি

Link copied!