Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেপালে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১০

মো. নাঈমুল হক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:১৬ পিএম


নেপালে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১০

পশ্চিম নেপালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমি ধসে ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

উদ্ধারকর্মীরা নিখোঁজ ১০ জনকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে আচাম জেলায় মাটির নিচে চাপা পড়ে ৫টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকী। 

স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা মরিয়া হয়ে ঘাস পরিষ্কার করে নিখোঁজ ও আহতদের উদ্ধারের চেষ্টা করছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে।

নেপালের পার্বত্য অঞ্চলে জুন থেকে সেপ্টেম্বর মাসে প্রতি বছর ভারি বর্ষণ ও ভূমি ধসের ঘটনা ঘটে। 

সরকারি তথ্য মতে,  প্রতি বছর বন্যা ও ভারী বর্ষণে নেপালের অন্তত ৪৮ জনের মতো নিহত ও ১২ জনের মতো নিখোঁজ হয়। সূত্র: রয়টার্স

 

টিএইচ

Link copied!