Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘আমরা শত্রুদের হালকাভাবে নিতে পারব না’

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৫:৪৩ পিএম


‘আমরা শত্রুদের হালকাভাবে নিতে পারব না’

ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগে রাশিয়ার গুপ্তচররা কাজ করছেন বলে ফেদির ভেনিস্লাভস্কি নামে ইউক্রেনের একজন কর্মকর্তা দাবি করেছেন। তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির একজন প্রতিনিধি।

ফেদির ভেনিস্লাভস্কির দাবি, এসব গুপ্তচর যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের কার্যক্রমের তথ্য রুশদের কাছে পাচার করে দিচ্ছে।

তিনি বলেন, আমরা শত্রুদের হালকাভাবে নিতে পারব না।

তিনি আরও বলেন, তাদের (রাশিয়ার) গোয়েন্দা অধিদপ্তরের অসংখ্য গুপ্তচর রয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের এখানেও তাদের গুপ্তচর আছে। আমি মনে করি রাশিয়ানরা আংশিকভাবে জানে আমাদের সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি, যেটি আমরা সামনে দেখব।

এদিকে সেপ্টেম্বরের শুরুতে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। এরপর খারকিভ থেকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়।  

বর্তমানে পুরো খারকিভ ইউক্রেনের অধীনে আছে। সেখানে থাকা রুশ সেনারা দোনবাস প্রদেশে চলে গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন দোনবাস নিজেদের দখলে রাখতে কাজ করবে রুশ সেনারা।  সূত্র: আল জাজিরা

এবি

Link copied!